সাউকি বিপ্লবঃ
প্রিয় দেশবাসী,
আশা করি সবাই ভালো আছেন। আমি অথই নূরুল আমিন দীর্ঘদিন ধরে সাহিত্যের সকল বিষয় নিয়ে লেখালেখি করে আসছি। এছাড়া দেশের আপামর জনগণের বৃহৎ স্বার্থ রক্ষায় মানবস্পদ উন্নয়ন নিয়ে রয়েছে আমার অসংখ্য কলাম রয়েছে অসংখ্য গবেষণাধর্মীয় রচনা।
এছাড়া প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা শিরোনামে আমি বৃহৎ বই লিখেছি। প্রথম থেকে দশম খন্ড পযর্ন্ত।
প্রিয় দেশবাসী,
আমাদের দেশে যারা বিভিন্ন কৃষি খামার কলকারখানা শিল্প প্রতিষ্টান সাংবাদিকতা সহ ইত্যাদি পেশায়। এখান থেকে যাদের ইচ্ছে আছে জাতিকে কিছু দেয়ার জন্য। তার মাধ্যমে জাতি কিছু পাবে। এটাকে একদিকে বলে দেশপ্রেম অন্য দিকে বলে মানবসম্পদ।
মানবসম্পদ হচ্ছে গঠনমূলক শিক্ষা। যে শিক্ষা থেকে যেমন নিজের উন্নয়ন। তেমনি উন্নয়ন জাতির। যারা নিজেও কিছু করতে চায় । এখান থেকে অন্যজনেও সুবিধা পাবে এটা যাদের স্বপ্ন থাকে। তাকে আর কেউ পিছনে ফেলে দিতে পারে না। এটা একজন পরিপূর্ণ মানুষের চাওয়া। এই যে একটা ভাবনা। এই ভাবনাটাও কিন্তু মানবসম্পদের আওতাধীন।
প্রিয় দেশবাসী,
আমি লক্ষ্য করে দেখেছি। বিশ্বের অনেক দেশেই মানবসম্পদ মন্ত্রী আছে। প্রতিমন্ত্রী আছে। জাতিসংঘের সদর দপ্তরে মানবসম্পদ বিভাগ আছে। হোয়াইট হাউজেও মানবসম্পদ দপ্তর আছে। অতিব দুঃখের বিষয় আমাদের দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে সাতটি পদ থাকলেও এত বছরে আজও প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পদটি সৃষ্টি হয়নি।
যার ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে কোনো উপদেষ্টা ও নিয়োগ হয়নি। এ যেন সমগ্র জাতির জন্য এককথায় এক ভয়ানক সংবাদ।
আজকে দেশের 32% শিক্ষিত যুবক মটরসাইকেল কিনে বা ভাড়ায় পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এখানে তার ভবিষ্যত কি? সরকারের কাছে আমার প্রশ্নই রয়ে গেলো। আজকে সারাদেশ জুড়ে রাস্তা পাকা হওয়ার ফলে 42% যুবকও বালক অটো রিকশা চালিয়ে আয় দৈনিক আয় করছে। ওদের ভবিষ্যত কি। না কিছুই না। এককথায় জিরো।
এর মুল কারণ হচ্ছে। অনেকের সুযোগের অভাব রয়েছে। আর অনেকের রয়েছে শিক্ষার। সারা দেশজুড়ে প্রায় দেড় কোটি নারী পুরুষ আজকে এই ধরনের দিক হারা কর্ম করা মানে এককথায় একটা প্রজন্ম ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে।
একজন মানুষের কর্ম হতে হবে উন্নয়ন মুখর। এই দেড় কোটি যুবক যুবতিকে যদি আমরা শিক্ষায় ধিক্কায় কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের কৃষি খামার ফলজ সহ বিভিন্ন কলকারখানায় কর্মের মাধ্যমে সুস্থ পরিকল্পনায় পরিচালনা করতে পারতাম। তাহলে সামনের প্রজন্মকে তারাই বিভিন্ন পথ দেখাতে পারত। আজকে যারা মটরসাইকেল পাঠাও চালাচ্ছে এবং অটো রিকশা চালাচ্ছে তাদের কাছে পরবর্তী প্রজন্মের আর কিছু শিক্ষার নেই। এটাই চিরন্তন সত্য।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশ্লেষক।
7/ 07/ 2024