
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এসময় কেন্দ্রীয় নেতার গাড়ি বহরে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিয়াজ মোর্শেদ এলিটের প্রধান রাজনৈতিক সমন্বয়ক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত আছিফুর রহমান শাহীন বলেন , ‘স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসীরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষণ করেছে। এসময় প্রত্যেকের হাতেই হকস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল।’