(শফিকুল ইসলাম শরীফ: ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৫ নং ওয়ার্ডের আলীয়াবাদ গ্রামের তরুণ সমাজসেবক ও স্বেচ্ছাসেবক আলমগীর হোসেন হামলা- হুমকির প্রেক্ষিতে নিজের নিরাপত্তা চেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন, হামলা ও হুমকি দাতারা হলেন।
একি এলাকার মৃত: আবদুল কাইয়ুম ওরফে করন মিয়ার ছেলে আবুল হাসান (৩৫) ও আবুল কাশেম (৪০), অপরজন মৃত: নুরুজ্জামান ওরফে লিল মিয়ার ছেলে গোলাম কিবরিয়া শিবলী (৫৫)
সাধারণ ডায়েরি ও অভিযোগকারির সাথে কথা বলে জানা যায়, উল্লেখিত তরুণ আলমগীর হোসেন মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করলে তার উপর হামলা করে ও জোর পূর্বক তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। তাছাড়া বিভিন্ন সময় রাস্তা ঘাটে হুমকি দিয়ে যাচ্ছে তাকে।
অভিযোগকারি আলমগীর হোসেন, নবীনগরের স্বেচ্ছাসেবী সংগঠনে মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে স্বেচ্ছায় রক্ত দান সংগঠন ” ব্লাড ডোনারস সোসাইটি ” হত-দরিদ্র, গরিব-অসহায় মানুষের সাহায্য-সহযোগিতার সংগঠন ” নবীনগরনামা গ্রুপ সংগঠন এর অর্থ সম্পাদক। মাদক নিয়ন্ত্রণ ও মাদক মুক্ত সংগঠনের সদস্য,
সমাজ গঠনের সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই ও নবীনগরে পরিবহন যাত্রী ও সাধারণ মানুষের কল্যানে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ” নিরাপদ সড়ক চাই ” সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আলমগীর একজন ভাল ছেলে। তার বিভিন্ন স্থানে হাতে, পায়ে, বুকে, পিঠে, অতর্কিত হামল হলে মারাত্মক ভাবে জখম হলে এই আবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবাই প্রাথমিক ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে যারা কাজ করছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কাজ করছে। আলমগীরের মতো এমন সমাজসেবী,
সৎ, স্বেচ্ছাসেবী, প্রতিবাদী যুবককে এভাবে কোনঠাসা করে সময়ি দিলে ভবিষ্যতে কোন ছেলে-মেয়ে ভাল কাজের প্রতি উৎসাহ পাবে না, দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা প্রত্যয় করেন।