
জুনায়েদ কামাল – স্টাফ রিপোর্টার
প্রতিবাদী কন্ঠ গুলো বাঁধবে জোট, অন্যায় হবে প্রতিরোধ। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠ। সদস্যদেরকে মানবিক কাজে উৎসাহিত করতে বৃহস্পতিবার রাত আটটা থেকে দ্বিতীয় ধাপে সংগঠনের ঢাকা চকবাজার ওয়াটার ওয়ার্কস ৬৫/৩ কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আজিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী শহিদুল ইসলাম বাবুল। এই সময় ২১জন সম্মানিত আজীবন সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট আইডি কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অতিথির বক্তব্য শেষে হাজী শহিদুল ইসলাম বাবুল মানবিক সংগঠনের আজীবন সদস্য হয়ে সংগঠনের সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার জন্য বলেন , সেই সাথে সংগঠনের আজীবন সদস্য হয়ে সংগঠনের কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
সভাপতি হাজী মোঃ আজিম মিয়া বলেন, সংগঠনের সকল সম্মানিত আজীবন সদস্যরা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি। আমরা সংগঠনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত ও দোয়া কামনা করছি। যারা এই সংগঠনের আজীবন সদস্য হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আমরা আপনাদেরকে বিশ্বাস করে এই সংগঠনের সদস্য করেছি। আপনাদের সদস্য ফি গুলো পেলে সংগঠনের মানবিক কাজগুলো আরো বড় পরিসরে করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় তিনি সংগঠনের বকেয়া টাকা পরিশোধ করতে সদস্যদের প্রতি অনুরোধ করেন।
সাধারণ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম বলেন, সংগঠনের আজীবন সদস্যরাই আমাদের সংগঠনের মূল শক্তি এবং ভিত্তি। আজীবন সদস্যদের কোন বিকল্প নাই, তিনি আরো বলেন, এই সংগঠনটি স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও উৎসাহিত হয়ে কল্যাণমুখী কাজগুলো এগিয়ে নিব, ইনশাল্লাহ! এ সময় সম্মানিত আজীবন সদস্যরা মন খুলে নিজ নিজ জায়গা থেকে সকলের মতামত প্রকাশ করেন।
আজীবন সদস্যের বক্তব্যে সম্মানিত আজীবন সদস্য মামুন প্লাস্টিকের কর্ণধার মামুন বলেন, প্রতিবাদী কন্ঠ একটি মানবিক সংগঠন। এই সংগঠন আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। তাই আমরা যারা সদস্য আছি, সকলেই যার যার জায়গা থেকে নিজ দায়িত্বে সংগঠনের কল্যাণে অসহায় মানুষের স্বার্থে প্রতিমাসে সাধ্য অনুযায়ী সামান্য কিছু টাকা হলেও দিয়ে যাবো।
অতিথির বক্তব্যে সম্মানিত আজীবন সদস্য পিন্টু আহমেদ সংগঠনটির জন্য শুভকামনা করেন, এবং কল্যাণমুখী কাজগুলো কে আরো গতিশীল করতে সংগঠনের সাথে সম্পৃক্ততা রাখার অনুরোধ করেন, এবং সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠান শেষে কাউন্সিলর ও সম্মানিত আজীবন সদস্যরা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আজীবন সদস্যরা কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।