মোঃ মিজানুর রহমান , রিপোর্টার
প্রগতি ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটি (খিলক্ষেত – সবুজবাগ) এর ৮ম বার্ষিক প্রীতি সম্মেলন ও পারিবারিক মিলনমেলা ২৫, ২৬ ও ২৭শে জানুয়ারী ২০২৪ ইং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্বেল পাওয়ার কোম্পানির সিইও সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান (বিমা) এর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারভিন ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান- মোঃ গিয়াস উদ্দিন ও গাজী এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান – মোঃ মানিক গাজী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সন্মানিত সভাপতি হাজী নুর মোহাম্মদ, আয়োজনে ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম দবির, উপস্থাপনায় ছিলেন, এম. রাজীব (প্রচার সম্পাদক), অনুষ্ঠানে বিশেষ আয়োজনে ছিলেন, মোঃ শাহ্ জামাল বেপারী (অর্থ সম্পাদক), এস. আরেফিন বাবু (সাংগঠনিক সম্পাদক), মোঃ সাইফুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ হানিফ খাঁন (সহ- সাংগঠনিক সম্পাদক)।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালনা পর্ষদের সকল পরিচালক, উপদেষ্টাগণ এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ, অনুষ্ঠানে সহযোগি সকল কোম্পানির প্রতিনিধিগন
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণে ছিলো মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার সম্পাদক এম রাজীব এর সৌজন্যে (সভাপতি, সাধারণ সম্পাদক ও অত্র অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক কে) সন্মাননা স্বারক প্রদান করেন , সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় ২০টি পুরষ্কার দিয়ে সাজানো র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।