নিউজ ডেক্সঃ
বিগত পহেলা জুলাই ২০২৪ইং তারিখে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় “হজ্জের অন্তরালে অবৈধভাবে একাধিক বিয়ে করেছেন আয়েশা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হজ্জ্ব উইথ আয়েশা এজেন্সির সম্মানিত মালিক আয়েশা চৌধুরী।
প্রতিবাদে তিনি বলেছেন, জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকায় সৌদি আরব প্রতিনিধি আনিছুর রহমান পলাশ সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে তার ব্যক্তিগত আক্রোশের কারণে হিংসাত্মক মিথ্যা, বাজে, কুরুচী ও বিদ্রপাত্মক সংবাদ প্রকাশ করেছে তার বিরুদ্ধে, যা মোটেও সত্য নয়।
উক্ত প্রতিনিধির এই হেন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের কারনে উক্ত নারী উদ্যোক্তার কোটি টাকার উপরে ব্যবসায়ীক ক্ষতি ও সামাজিক মর্যাদার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
আমরা সরেজমিন পত্রিকার পক্ষ থেকে উক্ত প্রতিনিধির বিরুদ্ধে দাপ্তরিক প্রাথমিক তদন্ত সম্পন্ন করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে অতিশিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিবাদকারীর সামাজিক অবস্থান ও মর্যাদা বিবেচনায় উক্ত প্রকাশিত সংবাদটি মুছে ফেলা হয়েছে।