প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
আমার বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর (রবিবার) জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকায় “রাবি ছাত্রলীগ নেতা দুর্জয়ের সঙ্গে শিবির সংশ্লিষ্ঠতা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রত্রিকায় প্রকাশিত সংবাদ টি সম্পুর্ন মিথ্যা ও উদ্যেশ্য প্রনোদিত। যে ছবি ব্যাবহার করে সংবাদ প্রকাশ করেছেন তা আমার ব্যক্তিগত বা কোন রাজনৈতিক কর্মসূচির নয়। আমার নিজ বিভাগের এক টুর্নামেন্ট এর শেষে ফটোসেশান এর ছবি, যেখানে বিভাগের সকল শিক্ষার্থীদের উপস্থিতি থাকে। আমি পারিবারিক ভাবে ছোটকাল থেকে আওয়ামী রাজনীতির আবহে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে সক্রিয় ভাবে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি৷ উল্যেখ যে সংবাদ প্রতিবেদক আমার নিজের মন্তব্য না নিয়ে সেই সাথে আমার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন মন্তব্য গ্রহণ করেনি এবং মাঠ পর্যায়ে অনুসন্ধান না করেই প্রতিবেদন এই মিথ্যা সংবাদটি প্রকাশিত করেছেন যা আমার রাজনৈতিক ও ব্যাক্তিগত ভাবে সম্মান হানি হয়েছে৷ আমার পুরো পরিবার আওয়ামী লীগের সমর্থক ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত, পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপতিম সংগঠনের পোষ্ট ধারী। প্রকাশিত সংবাদের প্রতিবেদন অনুযায়ী আমি তাওহীদুল ইসলাম দুর্জয় কে ছাত্র শিবির ও আমার পরিবারকে জামাত-বিএনপি সংশ্লিষ্ঠতার যে মিথ্যা প্রতিবেদনে প্রকাশ করে আমাকে রাজনৈতিক ভাবে হেও এবং সম্মান হানি করা হয়েছে তা প্রমাণিত করাতে পারলে আমি আমার দলের সাংগঠনিক ও আইনি সিদ্ধান্ত গ্রহন করতে প্রস্তুত। গত ২৪ সেপ্টেম্বর (রবিবার) প্রত্রিকায় প্রকাশিত সংবাদটি সত্য ও বস্তুনি