
পৌরসভার জনগণ আমার শক্তি বললেন আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান
শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা রিপোর্টার
আসন্ন দেবীদ্বার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান বলেন জনগণ আমার শক্তি সারাটা জীবন আমি এবং আমার পরিবার সুখে দুখে দেবীদ্বার বাসির পাশে থেকেছি। সাধ্যমত মানুষের সেবা করার চেষ্টা করেছি এখন সুযোগ এসেছে আরও বড় পরিষদে দায়িত্ব নিয়ে দেবীদ্বার পৌরবাসীর সেবা করার। আগামী ১৭ জুলাই পৌর নির্বাচনে আমার নারিকেল গাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি পৌর মেয়র নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আমি জীবনের বাকিটা সময় পৌরবাসীর সেবায় কাটিয়ে দিতে চাই। তিনি আরো বলেন ,আমি এই সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি পূর্ণ মেয়াদ পার করতে পারিনি। দুই বছরের মধ্যে এই সদর ইউনিয়নে পৌরসভা হয়। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর পৌরসভা নির্বাচন হচ্ছে। ২২ বছর পৌরবাসী নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমি আপনাদের সেবক হতে চাই। আমি কথা দিলাম, আমি মেয়র নির্বাচিত হলে ,বিশুদ্ধ পানি, রাস্তাঘাট সংস্কার , খোলা ফুটপাত, পয়োনিষ্কাশন,ডাস্টবিন , রোড ডিভাইডারে ফুলের বাগান সহ গরিব অসহায়দের বিনা টাকায় বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দেব। বিজয়ী হলে বিগত ২১বছরের জঞ্জাল সাফ করে আপনাদের একটি আধুনিক ও বাসযোগ্য মানবিক ও সমৃদ্ধ একটি পৌরসভা উপহার দেব। মোহনা আবাসিক এলাকার সিএনজি স্টেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় মন বক্তব্য তুলে ধরেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম। দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক এজি এস কাজী জামালের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সভাপতি করেন কাজী আবুল হাশেম মেম্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম রাব্বি প্লাবন, কাজী খোকন, কাউসার হায়দার, মোঃ আবু তাহের, আব্দুল করিম, ডক্টর আব্দুল্লাহ, তাহের কাজী ,খোকন কাজী, নজরুল মোল্লা, মোঃ মহসিন প্রমুখ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই, ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।