
জলাশ পাহান:
নওগাঁর পোরশায় দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ হলরুমে ভিডিপি প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ।এইসময় ইউএনও মহোদয় বলেন পোরশা উপজেলায় তিন টি সমস্যা বেশি।প্রধানত শিক্ষার হার কম,বাল্যবিবাহ বেশি এবং মাদকের প্রভাব বেশি তাই এই প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যা গুলো দূর করার জন্য সকলকে সচেতন করার আহ্বান জানান। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা বলেন গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের ক্রান্তিকালে ভিডিপি সদস্য-সদস্যারা দেশের সুরক্ষাতে অংশগ্রহন করতে পারে এই লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ। বক্তব্য শেষে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন
পোরশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাহাদাত মো:এনামুল হক।এছাড়াও প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন পোরশা উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো:সাইকুল ইসলাম এবং প্রশিক্ষিকা ইসরাত জাহান ও ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা মো:শামসুজ্জামান।