
পূর্ব শত্রুতার জেরে পাবনায় ১ যুবককে কুপিয়ে হত্যা।
আলমগীর কবির পল্লব পাবনা বেড়া উপজেলা প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জেরে পাবনার সাঁথিয়ায় শাহানুর নামের ১যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং একই ঘটনায় আহত হয়েছেন অপর আরেকজন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মানিক হোসেন ও মনির হোসেন নামের ২জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার (০৯ আগস্ট ) আনুমানিক সকাল ৯ টার দিকে সাথিয়া থানাধীন কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর গ্রাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহানুর পাবনার আমিনপুর থানার বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চন্ডিপুর এলাকার লোকজনের সাথে পূর্বে থেকেই বেশ কিছু বিষয় নিয়ে শাহানুরের ঝামেলা ছিল ।
ঘটনার দিন ওই এলাকার মানিক ও মনিরসহ বেশ কয়েকজন মিলে সুযোগ বুঝে শাহানুর ও সঙ্গে থাকা দুজনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাথে থাকে দুজন দৌড়ে পালিয়ে গেলেও শাহানুর আটক পড়ে তাদের হাতে। এ সময় শাহানুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে একটি ঘরে আটকে রাখা হলে অতিরিক্ত রক্তক্ষরণে সে নিস্তেজ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহানুরের আত্মীয় সজন পুলিশের সহযোগিতায় আহত শাহানুরকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান।
এদিে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বেড়া সাথিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, সাথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুজ্জামান, কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ তোজাম্মেল হোসেনসহ পুলিশের একাধিক কর্মকর্তাবৃন্দ।
এ সময় আটককৃত মানিক ও মনিরের বাড়ি তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ।
সুস্থ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত।
এদিকে শাহানুরের অকাল মৃত্যুতে সজন ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে সেই সাথে শাহানুর হত্যার সাথে জরিত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।