
পূর্ব বাড্ডায় রাজউকের নিয়মবহির্ভূত নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান
মোঃ রিপন হাওলাদার /দেলোয়ার হোসেন
রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমারত আইন বহির্ভূত ভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মহাখালী শাখা।
৯ এপ্রিল ২০২৩ ইং তারিখ পূর্ব বাড্ডা পাঁচ তলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মোবাইল কোর্ট এর মাধ্যমে ইমারত আইন লঙ্ঘন সহ নকশা বহির্ভূত ভাবে তৈরি করা ৩ টি ভবনের বর্ধিত অংশ অপশারণ করা হয়েছে। রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ও অথরাইজড অফিসার ইমরুল হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।
অভিযানে পূর্ব বাড্ডার ৮৫৫ নং দাগের বাড়ির মালিক মোঃ শহিদ আইন ভঙ্গ করে ভবন নির্মাণ করছিলো একই দাগের অপর স্থাপনার মালিক সিদ্দিক কোন নির্মাণ অনুমোদন না নিয়ে স্থাপনা নির্মাণ করায় নির্মাণাধীন স্থাপনার আংশিক অংশ উচ্ছেদ করা হয়।অপশারণ করা নির্মাণাধীন ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও ৮৫৭ নং দাগের ভবনের মালিক নবী হোসেন ইমারত নির্মাণের নকশা অনুমোদন লাভ করলেও এটি অনুমোদিত নকশার ব্যতিক্রম করে ইমারত নির্মাণ কাজ করছিলো । উক্ত ভবনটি ইমারত নির্মাণ আইন না মেনে নকশার ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটিয়ে ইমারত নির্মাণ আইন ১৯ ৫২ এর নির্মাণ বিধিমালা লঙ্ঘন করায় নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ব্যত্যয় অংশ অপশারণ করা হয়।
উচ্ছেদ কার্যক্রমে রাজউক মহাখালী শাখার জোন-৪/১ এর বাড্ডা এলাকার দায়িত্বরত ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ,ইমারত পরিদর্শক প্রশান্ত চন্দ্র, একজন প্রধান ইমারত পরিদর্শক সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেবাদানকারী সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।