
সুমন হাওলাদার, মাল্টিমিডিয়া সংবাদদাতাঃ
মুন্সিগঞ্জের টঈীবাড়ি থানাধীন পুরাবাজার সেঁতুর কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছে হাজারও মানুষ, জনপদ ও যানবাহন ।
এলাকাবাসীর কাজ থেকে জানা গেছে, গাছের লরীর লোডে এটি ভেঙে যায় । এতে করে অনেক দিন বেহাল দশায় পরেছিল সেতুটি । এই সেঁতুর ভাঙা অংশে প্রাইভেট কার পরে দুইজনের মৃত হয় ।
এর এক বছর পরে সেঁতুর কাজ ধরলেও যা তিন মাস যাবত বন্ধ রয়েছে।
মানুষ চলাচলের জন্য বিকল্প সেঁতুর দুই পাশে গাথা থাকার কারনে মিশুক, অটো, নসিমন বিভিন্ন সময় দুর্ঘটনায় পরে থাকে।
এই সেঁতুর পাশে রানা শফীউল্লা কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদসহ একটি বাজারে লাখো মানুষের যাতায়াত। যেকারনে সেতুটি খুব গুরুত্বপূর্ণ ।
সরেজমিনে গিয়ে দেখা যায় জষলং ইউনিয়ন এর পুরা বাজার সেঁতুর কাজ বন্ধ রয়েছে ।
বিকল্প সেঁতুর গোড়ায় খানাখন্দ থাকায় বৃস্টি আসলে পানি জমে থাকে। এলাকাবাসীর দাবি সেঁতুর কাজটি তারাতারি শেষ করা হোক।