মোঃ তারিকুল ইসলাম তুহিন জেলা প্রতিনিধি মাগুরাঃ
মাগুরায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) বিকালে তিনি মাগুরা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেবকুণ্ড, বাবলু ঠাকুর সহ সরকারি বিভিন্ন দপ্তরের উদ্বোধন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। অতিথিরা শহরের সাতদোহা নেংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মন্ডবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে । পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।