মাইদুল হক মিকু, নিজেস্ব প্রতিবেদক:
ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য হত্যায় ‘সরাসরি জড়িত’ আপন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত আপন আহম্মেদকে গ্রেপ্তার করে।
তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহম্মেদ। তিনি যুবদল নেতা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামের এক কনস্টেবল নিহত হন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
আপনকে নিয়ে ওই ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শামীম রেজা ও মো. সুলতান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।