
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে খাগড়াছড়িতে “মেনোপজ পরবর্তী শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
বৃহস্পতিবার (২৭জুলাই ) খাগড়াছড়িতে মেনোপজ পরবর্তী ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে পুলিশ নারী সমিতি পুনাক খাগড়াছড়ি এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ঃ জনাব রেহেনা ফেরদৌসী মহোদয়,সভানেত্রী পুনাক,খাগড়াছড়ি
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ডা: জয়া চাকমা সিনিয়র কনসালটেন্ট আধুনিক সদর হাসপাতাল খাগড়াছড়ি, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি :
ডা, দীপ্ত বিশ্বাস, মেডিকেল অফিসার, জেলা পুলিশ হাসপাতাল খাগড়াছড়ি, আরো উপস্থিতি ছিলেন অভ্যাগত অতিথিবৃন্দ:জনাব রুশদিনা জাহান আক্তার লিনা,প্রধান শিক্ষক, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট
জনাব এ্যামেলি দেওয়ান নারী উদ্যোক্তা ও মঞ্চের সামনে উপবিষ্ট অন্যান্য অতিথি ও পুলিশ সদস্যবৃন্দ
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ জয়া চাকমা তিনি নারীদেরকে নিয়ে বিভিন্ন মেনোপজ ও শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বক্তব্য রাখেন তিনি আরো বলেন বিভিন্ন মা-বোনেরা অনেকে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে এতে নারীদের অনেক ক্ষতি হচ্ছে তিনি তা না করেন নারীরা না জানা প্রশ্ন তুলে ধরেন তিনি প্রশ্নের উত্তর প্রদান করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন এতে নারীরা আরো সতর্ক অবলম্বন হতে পারবে মনে করেছেন
আরো বক্তব্য রাখেন ডাঃদীপ্ত চাকমা তিনিও এই বিষয়ে নারীদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং পরামর্শ দিয়েন ,
নারীদেরকে নিয়ে বক্তব্য রাখেন , জনাব রেহেনা ফেরদৌসি সভানেত্রী পুনাক,খাগড়াছড়ি তিনি বলেন নারীদেরকে মেনোপজ ও শারীরিক-মানসিক দিকনির্দেশনা অবলম্বন করে চলতে হয় নারীরা সবসময় বিভিন্ন সমস্যায় মুখাপেক্ষী হয় তাই নারীদেরকে সচেতন স্বাস্থ্যের দিকে সুরক্ষা করণীয় গুলো অবলম্বন করতে হবে নারীদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত খাবার খেতে হবে এবং শাকসবজি খেলে তারা মনোপেজ নামক বিভিন্ন সমস্যা মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে না, তিনি আরো বলেন এতে পুরুষদেরও অবলম্বন থাকতে হবে
পুলিশ নারীর কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি উদ্যোগে জনাব রেহানা ফেরদৌসী মহোদয় জনাব: জয়া চাকমা কে ট্রেস প্রদান করেন এবং পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন অতিথিবৃন্দ কে পুরস্কার তুলে দেন হাতে। এবং অনুষ্ঠানে উপস্থিতি সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানান,
তিনি একই সাথে ধন্যবাদ জানান পুনাক টিম কে এবং পুলিশ সদস্যকে এবং ধন্যবাদ জানান সংবাদ কর্মীদেরকে