বিএম.বাশার. খাগড়াছড়ির গুইমারায় মাদক মামলার সাজা প্রাপ্ত আসামি মোঃ আকাশ (১৯)’ গুইমারা উপজেলার মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে’কে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
০২ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিএমপি চট্টগ্রাম এর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় হইতে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক ছিনতাই সহ একাধিক মামলা আছে। মামলা নং :০২, জিআর নং :৩০৫/২০, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন আটকের সত্যতা নিশ্চিত করেন এবং আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
ADVERTISEMENT