মাসুম বিল্লাহঃ
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৬ ইং নবনির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০শে মে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে সাবিত বিন শহীদকে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সদস্য সচিব হিসেবে আছেন, পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
অন্যান্য সদস্যদের মধ্যে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম মজুমদার এবং মো; পারভেজ হুদা।
অভিভাবক সদস্য হিসেবে আছেন আহসান উল্লা, জহিরুল ইসলাম চোকদার, মোঃ রফিকুল ইসলাম শেখ এবং মোঃ সামসুদ্দিন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে আছেন জ্যোৎস্না বেগম।
প্রতিষ্ঠানটির দাতা সদস্য হিসেবে আছেন বিশিষ্ট শিল্পপতি, ওয়েষ্টার্ণ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।
এ সময় পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি সাবিত বিন শহীদ বলেন, ঐতিহ্যবাহী পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এস এস সি শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে যেখানে পাশের হার ৯৯.১৫%। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্যদের ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।