পীরগঞ্জে অর্থ লেনদেনের ভিডিও ফাঁস, ওসি জাকির প্রত্যাহার
অর্থ লেনদেনের ভিডিও ফাঁসের ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম।
পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অর্থ লেনদেনের সত্যতা পাওয়ায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
রংপুর- ঢাকা মহাসড়কের ছয়লেন রাস্তার কাজে বালু দেওয়াকে কেন্দ্র করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।