
মাহমুদুল হাসান, রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় সেনাক্যাম্প পুনঃস্থাপন, গুচ্ছগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির উদ্যোগে গতকাল (বুধবার) সকাল ১১টায় রামগড় বাজার ও সিনেমা হল এলাকা বিক্ষোভ প্রদক্ষিণ শেষে রামগড় হাইপ্লাজা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের বাসিন্দারা তাদের নিজ ভূমিতে প্রবেশ করতে পারছেন না। ভূমি বেদখল, পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের অবাধ বিচরণ তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।
সমাবেশে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতা আবু আহম্মদ বলেন, “আমরা আমাদের নিজ ভূমিতে যেতে পারছি না। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
ডা. খোরশেদ আলম বলেন, “গুচ্ছগ্রামের মানুষ ঘর থেকে বের হলেই পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদার মুখে পড়তে হয়। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”
দক্ষিণ লামকুপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান এবং ছাত্রনেতা কফিল উদ্দিন এ সময় গুচ্ছগ্রামবাসীদের প্রতি প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. ইউনুছ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রশাসন ও সরকারের কাছে পুনর্বাসন ও ভূমি উদ্ধারের জন্য ৬ দফা দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে ভূমি বেদখল হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবারও আমাদের ৬ দফা দাবি পুনর্ব্যক্ত করছি।”
গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির দাবিসমূহ:
বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বেদখলকৃত ভূমি উদ্ধার করা। বাটনাশিবির এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পুনর্বাসনের ব্যবস্থা করা।
বাটনাশিবির এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।
বাদপড়া গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা নিশ্চিত করা।
গুচ্ছগ্রামবাসীদের কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি-বেসরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া।
গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
বক্তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।