মোঃ ওমর ফারুক খান জুবায়ের,
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ|
প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক গাড়ি ইট সুদূর পাবনা হইতে সিরাজগঞ্জ এর বিভিন্ন আনাচে-কানাচে নামানো হচ্ছে যার সিংহ ভাগই ব্যাবহার হচ্ছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কাজে | কম মূল্যে পেয়ে এই সকল নিম্ন মানের ইট দিয়ে এক চেটিয়া কাজ করে যাচ্ছে আরএইচডি, এলজিইডি, ইইডি, পাবলিক হেল্থ সহ বিভিন্ন অধিদপ্তরের ঠিকাদারগণ। সরকারী প্রকৌশলীরা এব্যাপারে কোন পদক্ষেপ না নিলেও কোন কোন জায়গায় সাধারণ জনগণ নিজেরাই পাবনার ইটের গাড়ী ফেরৎ পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জনাব রফিকুল ইসলাম ফকির জানান, চার লেনের বিশ্বরোডের মত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সিরাজগঞ্জের প্রায় সকল উন্নয়ন কর্মকান্ডেই কুষ্টিয়া ও পাবনা থেকে নিম্ন মানের ইট এনে ব্যবহার করা হচ্ছে।