ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামে প্রায় নয় হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন মেয়র রেজাউল করিমচৌধুরী।
সোমবার (৭ আগস্ট) পানিবন্দি মানুষের হাতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলররা।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরের অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ বন্দি হয়ে আছে জানতেপেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।
সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবারে শুকনো খাবার পৌঁছে দেন।
পূর্ব ষোলশহরের বাড়ইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর এম আশরাফুল আলম।মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন।সরাইপাড়ার কাউন্সিলর মো. নুরুল আমিন ৩০০ পরিবারের হাতে তুলে দেন চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ। দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মো. শেখজাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ৫০০ পরিবারেখাবার পৌঁছে দেন। চান্দগাঁওর কাউন্সিলর মো. এসরারুল হক ১ হাজার মানুষকে শুকনো খাবার ও ৫০০ মানুষকে রান্না করা খাবারবিতরণ করেন। এর আগে শনিবার ৮ হাজার ও রোববার ৬ হাজার পানিবন্দি মানুষকে খাবার দেন তিনি।