পানছড়ির দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে (৩ বিজিবি) লোগাং জোন। ২২ জানুয়ারী সোমবার বিকাল তিনটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে উপস্থিত হয় বিভিন্ন সম্প্রদায়ের দুই শতাধিক আবাল-বৃদ্ধ ও বনিতা। শীতবস্ত্র হাতে পেয়ে সকলের মুখে দেখা গেছে স্বস্তির হাসি। উপস্থিত অনেকেই জানান, এবারের মতো শীত আগে কখনো পড়েনি। বিজিবির মাধ্যমে যথাসময়ে শীতবস্ত্র পেয়ে সকলেই খুশী হয়ে কৃতজ্ঞতার কথা জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম।
অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ ঘোষনা, ভোগান্তিতে ৩ দিনের প্রশিক্ষণকালীন প্রবাসীরা।
ইমতিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব...