সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী আর্বিভাব তিথি উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার দেবালয় কেন্দ্রীয় মন্দির হতে মহা শোভাযাত্রা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে। আজ সেই শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আবির্ভাব হয়েছেন। তিনি জগতের প্রতিপালক।
বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটি,পানছড়ি দেবালয় কেন্দ্রীয় কমিটি ২০২৩ এর আয়োজনে সকাল সাড়ে ৮টা হতে পানছড়ি দেবালয হতে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি বাজার আদি ত্রিপুরা পাড়া হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই শোভাযাত্রায় উপস্থিতি ছিলেন পানছডি দেবালয় মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার দেব, শ্রী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল চৌধুরী,সাধারণ সম্পাদক বাবলু সাহা
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব মানিক, শ্রী শ্রী কেন্দ্রীয় মহাশ্মশান ও শিব মন্দির কমিটির সভাপতি পূর্ণ আচার্যা, সাধারণ সম্পাদক প্রহ্লাদ সাহাসহ সনাতনী ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।