প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
পানছড়িতে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দমদম এলাকায় পাহাড় কাটায় দায়ে ভূমি মালিক কাজল দে,পিতা - প্রফুল্ল দে, সাং দমদম ও এক্সেবেটার মালিক তৌহিদুল ইসলাম তপু, পিতা, মৃত আব্দুল মালেক সাং: ফাতেমা নগরসহ দুইজনকে পঞ্চাশ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিট এর সময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (খ) ধারায় পাহাড় কাটার অপরাধে তাদের দুইজনকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2013 sorejominbarta.com. All rights reserved.