কুষ্টিয়া প্রতিনিধিঃ
উপজেলা নির্বাচন কে সামনে রেখে আনারস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করেছে কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সফর উদ্দিন, সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজভীউজ্জামান কানু। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
পথসভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাল্টু রহমান, বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল সহ দলীয় নেতৃবৃন্দ।
নির্বাচন উপলক্ষে পাটিকাবাড়ি বাজারে, মাঝিলা নতুন বাজার, খেজুরতলা মোড়, নলকোলা মোড় সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন নেতৃবৃন্দ। এলাকার ভোটারদের কাছে আগামী ০৮মে উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আতাউর রহমান আতাকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে উপজেলা নির্বাচনে আতাউর রহমান আতার আনারস প্রতীক বিজয়ী করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।