আনিছুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক এমপি পবিত্র ওমরা পালনের জন্য মদিনায় পৌঁছলে বাংলাদেশ আওয়ামী লীগ মদিনা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মদিনা আওয়ামী লীগের সভাপতি লায়ন রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নুরী, উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহসভাপতি ইউসুফ মিয়াজি সহ সংগঠনের নেতৃবৃন্দ, পরে মাননীয় মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন এবং সকল প্রবাসীর খোজ খবর নেন।
তিনি বলেন,
‘রপ্তানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।