বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

পাটগ্রামে জমি নিয়ে দন্দ মাদ্রাসা সুপারের হামলা আহত ১০ –  থানায় অভিযোগ 

Logo
Desk Report 2 সোমবার, ০৯ ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ

মো: নুর ইসলাম সবুজ,

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় জমি নিয়ে দন্দে সংঘর্ষ  আহত ১০ জন থানায় অভিযোগ করেছেন কফিল উদ্দিন নামে এক ব্যক্তি। গত শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ার হাট নিজামিয়া  দাখিল  মাদ্রাসা সংলগ্ন ওই জমি  মাদ্রাসার  সুপারেন্টেন্ড দখল করতে গেলে   স্থানীয় কফিলুদ্দিনের পরিবারের সাথে সংঘর্ষ লাগে। এ সময় দশজন আহত হয়। অভিযোগ সূত্রে জানা যায় বিনিময়কৃত কবুলিয়ত নামার শর্তে ওই জমি দীর্ঘদিন ধরে কপিল উদ্দিনের পরিবার ভোগ দখল করে আসছে। কিন্তু কয়েক মাস থেকে আউলিয়ার হাট নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ড বিভিন্নভাবে হুমকি প্রদান করেন কপিল উদ্দিনকে। মাদ্রাসার সুপার আসাদুজ্জামান  ওই জমি বেদখোল  করতে গেলে কফিলুদ্দিনের পরিবার বাধা প্রদান করেন এ সময় মাদ্রাসার সুপারেনটেনডেন্ট সহ তার নেতৃত্বে কিছু সংখ্যক লোক কপিল উদ্দিনের পরিবারের লোকের  উপর হামলা চালায় এতে কফিলুদ্দিনের পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হয়। এর আগে ঐদিন সকালে কফিল উদ্দিন সংবাদ সম্মেলন করে ওই জমির উপর মহামান্য  হাইকোর্টের  নিষেধাজ্ঞা থাকার কথা জানান, কিন্তু ওই মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মহামান্য  হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ বিষয়ে মাদ্রাসার সুপারেন্টেন্ড বলেন কফিল উদ্দিন ওই জমির মালিক নয় তারা জোর করে আগের দিন ওই জমিতে বেড়া দিয়ে দখল করে পরের দিন মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে বের করে দেয়। এ বিষয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …