সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১৭ ২০২৪, ২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকায় সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের ভবনে গত  (১৩ ডিসেম্বর) শুক্রবার পাইওনিয়ার মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান এম. এন হুছাইন ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কনিকা সুলতানা।
এসময় পরীক্ষা পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদবৃন্দের সোহেল আক্তার খান, এমদাদুল করিম, কাজী আবদুর রহমান, ডা: এম এ জলিল, আব্দুল মালেক , চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন লিটন, উপদেষ্টা বেলাল হোসেন এবং হলের দায়িত্ব পালন করেন কাজী আলো, শাহরিয়ার মাসুম, ইসরাত জাহান, আইরিন আক্তার, সুমাইয়া আকতার , নাজিম উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষাকবৃন্দ।
এ মেধা পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের বিশেষ সেচ্ছাসেবক দল ও সাংবাদিকবৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এম. এন হুছাইন বলেন, আমরা হালিশহর এলাকায় শিক্ষা বিকাশে নিয়মিত, অনিয়মিত, বার্ষিক ও মাসিক “শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরীর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে আসছি। শিক্ষা সহায়ক আরোও বিভিন্ন কাজ করে যাচ্ছি। সরকারী বেসরকারী সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। সকলের সহযোগিতা কমনা করে ধন্যবাদ জানিয়ে তার আলোচনা শেষ করেন।
কেন্দ্র সচিব ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কনিকা সুলতানা বলেন, বৃত্তির টার্গেট আসন পূরণ হয়ে ওভার হয়ে গেছে। আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রাম শহরে কাজ করে যাচ্ছি, সামনে আরও শিক্ষা বিকাশে বিভিন্ন কাজ করবো ইনাশাল্লাহ আপনারা সকলে আমার পাশে থাকবেন।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …