বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

পাঁচ বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন ১৪ বছর।

Girl in a jacket
দৈনিক সরেজমিন ০৬ ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম-নোয়াখালীর বেগমগঞ্জে মো. সুজন (৩৮) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন ওই এলাকার আকবর শেঠসাংয়ের ছেলে। নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশ সুপার আরও বলেন, আসামি সুজন ২০০৯ সালে একটি মাদক মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। পরে সাজা এড়াতে তিনি ১৪ বছর পলাতক ছিলেন। ADVERTISEMENT