সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

পল্লবী থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ১৯ ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

মোঃ রিপন হাওলাদার:

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে( ১৮ ডিসেম্বর) মিরপুর সার্কেলের এনফোর্সমেন্ট টিম একটি সফল অভিযান পরিচালনা করে।

পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খানের নেতৃত্বে দলটি রাজধানীর পল্লবী থানাধীন কালশী মোড়, বাউনিয়াবাধ এলাকায় একটি অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা এবং মাদক বহনকৃত একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো:

১.মোঃ আবুল বাশার (৩৮), পিতাঃ মোঃ চান মিয়া, স্থায়ী ঠিকানা: কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।
২. পপি আক্তার (২৫), স্বামীঃ মোঃ আবুল বাশার, স্থায়ী ঠিকানা: কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।
৩. তানিয়া আক্তার (২২), স্বামীঃ জয় ঢালী, স্থায়ী ঠিকানা: কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়,তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে। পরে এ গাঁজা ঢাকাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করা হতো।

ADVERTISEMENT

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) ভবিষ্যতেও এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সরে/আর/এইচ

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …