
ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে নগ্ন ছবি ও ভিডিও ধারণের অপরাধে এরশাদ হোসেন সানি (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় (২০১২ এর ৮(১)/৮(২)/৮(৫)(ক)) আদালতে সোপর্দ করেছে বন্দর থানাপুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। সানি চট্টগ্রাম নগরীরদক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়ার মুন্সি মিয়াজী বাড়ীর সামছুর আলমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এরশাদ হোসেন সানি ভিকটিমের প্রতিবেশী হওয়ার সুবাদে এবং স্বামী প্রবাসী হওয়ার কারণে সেই সুযোগকেভিন্ন মাধ্যমে প্রবাহিত করে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন অভিযুক্ত ভিকটিমকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, সেখানে নাস্তাখাওয়ার সময় কৌশলে অভিযুক্তের মোবাইলে ভিকটিমের দুটি ছবি তোলে। পরবর্তীতে ভিকটিমকে অভিযুক্তের সাথে শারীরিক সম্পর্ক করারঅনৈতিক প্রস্তাব দেয়।
পরবর্তীতে সর্বশেষ গত ১৫ জুলাই রাতে অভিযুক্ত ভিকটিমের মোবাইলে ফোন করে তার সাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। নতুবা ছবি ২টিভিকটিমের নিকটাত্মীয়ের মোবাইলে প্রেরণসহ ও ইন্টারনেটে ভাইরালের হুমকি দেয়।
ভিকটিম ভয়ে ১৬ জুলাই সকালে অভিযুক্ত যুবক সানির সঙ্গে ইপিজেড মোড়ে দেখা করেন। সানী সেই নারীকে ঐ দিন সকাল ৯টার দিকে বন্দরথানাধীন একটি হোটেলে নিয়ে যায়। হোটেল রুমে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর জোরপূর্বক ভিকটিমের কাপড় খুলে তার মোবাইল দিয়েভিকটিমের আপত্তিকর নগ্ন ছবি তুলে সে তার মোবাইলে ভিডিও ধারন করে। এরপর থেকে ভিকটিম নারীকে সানি তার সঙ্গে শারিরীকি সম্পর্কেরজন্য চাপ দিয়ে আসছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, এক প্রবাসীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে আপত্তিকর ছবি ও নগ্ন ভিডিও ধারনকরে পরবর্তীতে ভিকটিমের স্বামীর নিকটসহ ইন্টারনেটে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে মানসিক নির্যাতনের ঘটনায়জড়িত থাকার অপরাধে আমরা এরশাদ হোসেন সানিকে গ্রেপ্তার করেছি। ঘটনায় ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে এবং মোবাইলে আপত্তিকরভিডিও পাওয়া গেছে।
ওসি সঞ্জয় সিনহা আরও জানান, নারীর অভিযোগের ভিত্তিতে সানীকে মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারেরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি স্বীকার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সানির বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় একটি ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায় ।