
চট্টগ্রাম ব্যুরো– পতেঙ্গায় ট্রলি ব্যাগে পাওয়া ৮ টুকরো লাশের অবশিষ্ট অংশ আকমল আলী রোডের আবর্জনায় ভরা খালে পাওয়াগেছে। একইসাথে খুনের রহস্য উন্মোচন করেছে পিবিআই । ৫৮ বছর বয়সী এই ব্যক্তির নাম হাসান। ৩০ বছর ধরে পরিবার থেকেবিচ্ছিন্ন থাকার পর ১ বছর আগে ফিরে এলে পরিবারের সাথে সম্পত্তির বিরোধে তাকে খুন করা হয়।
স্ত্রী এবং ২ সন্তান মিলে এই বর্বর হ ত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে পিবিআই। স্ত্রী এবং ১ সন্তান আটক হলেও অন্য এক সন্তানকেআটকের জন্য অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট সংলগ্ন রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত একটি লাগেজটি পাওয়া যায়।যাতে মাথা ও শরীরবিহীন খণ্ডিত অংশগুলো পাওয়া যায়।
ঝোঁপের ভেতর পড়ে থাকা লাগেজ থেকে এলাকায়বাসী পুলিশকে খরব দিলে পুলিশ এসে মানবদে*হে*র হাত–পায়ের আটটি খণ্ডিতঅংশ উদ্ধার করে।হাত–পাগুলো আট টুকরো করে কেটে টেপ মুড়িয়ে লাগেজে ভরা হয়েছিল। লাগেজের ভেতর শার্ট এবং লুঙ্গিও ছিল।
জানা য়ায় , ১২ নম্বর ঘাট সংলগ্ন বিমানবন্দর সড়কের একটি গলির ভেতর রাস্তার পাশে ঝোপে কফি রংয়ের লাগেজটি ফেলে রাখা হয়েছিল।
-চট্টগ্রাম ব্যুরো/সাসা