
বেলাল উদ্দিন, পতেঙ্গা– দীর্ঘদিনের অভিযোগ পতেঙ্গায় বেড়েছে চুরি-ছিনতাই এসব বিষয় নিয়ে একাধিক প্রিন্ট পত্রিকা এবং অনলাইন গণমাধ্যমগখবর প্রকাশিত হয়েছে তাই কঠোরভাবে এদের দমন করতে মাঠে নেমেছে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে ।
সোমবার (১৯ জুন) পতেঙ্গা মডেল থানার অভিযানে ছিনতাইকৃত মোবাইল ও ২টি ছোরাসহ ২জনকে আটক করা হয় ।
দক্ষিন পতেঙ্গা এসএপিএল পার্কিং থেকে ২০০ মিটার উত্তরে আউটার রিং রোড পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মো. মানিক ও মো. রিয়াদ আলমসহ অজ্ঞাতনামা আরো ২ জন ছোরা দ্বারা ভয়ভীতি দেখিয়ে বাদি আয়াতুল্লাহ এর নিকট থেকে টি এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে বাদির অভিযোগের প্রেক্ষিতে পতেঙ্গা মডেল থানা অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ও ২টি ছোরাসহ মো. মানিক ও মো. রিয়াদকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানা যায়।