রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে স্বামীরবাড়ি থেকে মোসাঃ পপি আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের স্বামী রিমন মোল্লার বাড়ি থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। তবে কেন কি কারণে তার মৃত্যু হয়েছে এনিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
মোসাঃ পপি আক্তার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মোঃ নাসির খানের মেয়ে।
পপির পরিবারের দাবি, তার মৃত্যু স্বাভাবিক নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যু কিভাবে হয়েছে এটি তারা এখনও নিশ্চিত নয়। তাই সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনর্চাজ সজল কান্তি দাস বলেন, ‘পপির মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে সব বেড়িয়ে আসবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন অপমৃত্যু একটি মামলা হয়েছে। এনিয়ে তদন্ত হবে।’ তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা পপির শাশুরি ও স্বামীকে আটক করেছি।