ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় গলাচিপা উপজেলা ও ইউনিয়ন গুলোতে বিভিন্ন প্রস্তুতি কর্মসূচি পালিত হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশনায় উপজেলায় অন্তভুক্ত চ্যারিটি সেচ্ছাসেবী, সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলো একত্রিত হয়ে এই কর্মসূচি পালিত করেন।
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি গলাচিপা উপজেলা ইউনিট এর দলনেতা হুজ্জাতুল ইসলাম জানানঃ ‘‘আমরা উপজেলা নির্বাহী অফিসার, সিপিপি, শুভসংঘ, গলাচিপা ফাউন্ডেশন একাধিক বার ঘুর্নিঝড় মোখা মোকাবেলায় মিটিং করে পুর্ব ও পরবর্তী প্রস্তুতি সম্পন্ন করেছি, বিগত ২ দিন ধরেই মাঠে ঘাটে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, জনসাধারণকে সচেতন করছি।’’
ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে কথা বলে তারা জানান তারা সম্পুর্ন প্রস্তুত ঘুর্নিঝড় মোখা মোকাবেলায়। উপজেলার সাইক্লোন সেন্টারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে খুলে দেয়া হয়েছে। গর্ভবতী এবং বৃদ্ধ মানুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া বেড়িবাঁধের বাহিরে যারা আছে তাদেরকে একে একে ট্রলার ও স্পিডবোট এর মাধ্যমে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হচ্ছে।
শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যাবস্থা চলছে এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে সব কিছু ঘুরে ঘুরে তদারকি করেছেন।