দেলোয়ার হোসেন
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ( ০১ সেপ্টেম্বর ২০২৪ )তারিখ রোজ রবিবার র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় জানতে পারে যে, ঠাকুরগাঁও জেলা হইতে ০১টি নীল রংয়ের নাম্বার বিহীন পিকআপ যোগে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হইয়া গাজীপুর চৌরাস্তার দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকায় টঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত অনুমানিক ০১২৫ ঘটিকায় মাদক ব্যবসায়ী পিকআপ চালক আসামী ১) মোঃ রাসেল ব্যাপারী(৩৭), পিতা-মোঃ আব্দুল খালেক ব্যাপারী, থানা-উজিরপুর, জেলা-বরিশাল এবং ২) মোঃ সোহরাব হোসেন(৩৫), পিতা-মোঃ হারিছ মিয়া, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৬৫১ বোতল ফেন্সিডিল, ০১ টি নীল রংয়ের নাম্বার বিহীন পিকআপ, ০২টি মোবাইল ফোন, নগদ ১৫০০/- টাকা এবং পিকআপে থাকা ১৯ বস্তায় ৭৬০ কেজি বেগুন (পচনশীল পণ্য) সহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ADVERTISEMENT