চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৭২টি পাকা ব্যারাক হাউস স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। যার প্রতিটিতে একটি পরিবার থাকতে পারবে। রয়েছে পৃথক পৃথক রান্নাঘর ও শৌচাগার।
রোববার (২৫ জুন) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা কর্মকর্তা সম্রাট খীসা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাক হাউসগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি লে. কমান্ডার এম তৌহিদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি ব্যারাকে ৫টি করে ৩৬০টি ইউনিট রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ ব্যারাক হাউসগুলো নির্মাণ করা হয়েছে। এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় মোট ২২৫টি প্রকল্পে ৪ হাজার ৪০৮টি ব্যারাক হাউস নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। এ সব ব্যারাক হাউসে আশ্রয় পেয়েছে ৩৩ হাজার ৪০৫টি গৃহহীন পরিবার।
এ ছাড়া বর্তমানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে ভোলা জেলার লালমোহন উপজেলায় ১২টি ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ১৩৬টি এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চলের অধীন ১৩২টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। যা শেষ হলে আরও ১ হাজার ৪০০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।