মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সোনাইমুড়ীতে অসহায় মহিলার বসতভিটা ভাঙচুর ও দখলের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে উপজেলার বোড়পিট এলাকার হোসেনে আরা বেগমের বাড়িতে হামলা চালান প্রতিবেশী আব্দুল মান্নান ও আব্দুল মতিন গং।
ভুক্তভোগী হোসনেয়ারা বেগম জানান, আব্দুল মান্নান ও আব্দুল মতিন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের রান্নাঘর, শৌচাগার, নলকূপ,ভাঙচুর করেন। ঘরের ভেতরে আটকে তালামেরে রাখা হয় তাদের। জমি দখল করে সেখানে ঘর নির্মাণ শুরু করছেন তারা। পরে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
হোসনেয়ারা বৃদ্ধা মা সায়েরা খাতুন বলেন, সন্ত্রাসীরা শৌচাগার-নলকূপ ভাংচুর করার তারা খুব কষ্টে রয়েছেন। বৃদ্ধ বয়সে এমন নির্যাতন সোহ্য করতে পারছেন না তিনি। শৌচকার্য সম্পাদন করতেও মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে তাদের।
ওয়ার্ড মেম্বর রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার সময় তিনি ভুক্তভোগীদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন।
তবে বাড়ির চারপাশ দিয়ে টিন দিয়ে ঘেরা ছিলো। প্রবেশ পথেও টিন দিয়ে ঘেরা দেওয়া ছিলো। ভুক্তভোগীদের বাড়ির ভেতরে রেখে বাইরে থেকে তালা দেওয়া ছিলো। জমিজমা সংক্রান্ত এই বিষয়ে ইউপি চেয়ারম্যান সালিশের দিন ধার্য করে দিয়েছিলেন। তবে আব্দুল মান্নান সেটা না মেনে সন্ত্রাসী দিয়ে হোসনেয়ারা বেগমের বসতঘর ভাংচুর করেছে। এবিষয়ে বাধা দিলে তাকে গালিগালাজ করে মান্নান ও মতিন। পরে বাধ্য হয়ে থানায় জানিয়েছেন মেম্বর রফিকুল ইসলাম। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
ভাংচুরের বিষয়টি স্বীকার করেছেন আব্দুল মতিন। তিনি বলেন, যে জমি নিয়ে বিরোধ চলছে সেটি তাদের নিজেদের সম্পত্তি। হোসনেয়ারা বেগমকে তিনি অস্থায়ী ভাবে থাকতে দিয়েছিলেন। এখন সেখান থেকে সরে যেতে বললেও হোসনেয়ারা না শোনায় ভাংচুর করে সরিয়ে দিয়েছেন।