সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

নোয়াখালী মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ, মামলায় গ্রেপ্তার আরও দুইজন কারাগারে

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ০১ ২০২৪, ১০:০১ অপরাহ্ণ

 

মোঃ সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. রাজিব ওরফে রাজু (৩০) ও মো. রাসেদ (৩৫) নামে গ্রেপ্তার আরও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গ্রেপ্তার রাজিব কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে ও রাসেদ একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে।

জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের দুর্গম চরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পরে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়েও পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে তারা ২৬ অক্টোবর বিকেলে স্থানীয় চর বালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন। পরে হাসান ও হারুন নামে দুইজনকে আটক করে থানায় পাঠানো হয়। তারপর ২৭ অক্টোবর ছয়জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাসান ও হারুনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ADVERTISEMENT

এদিকে র‍্যাব-১১ সিপিসি-৩ বিশেষ অভিযানের মাধ্যমে মামলার ২ ও ৩ নম্বর আসামি রাজিব ও রাসেদকে গ্রেপ্তার করে পরে তাদেরও কারাগারে পাঠানো হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রাজু ও রাসেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …