সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মো. শামিম উদ্দিনকে (৩৭) আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১টি একনলা দেশীয় বন্দুক, ৫টি দেশীয় অস্ত্র ও ৪টি রকেট ফ্লেয়ার জব্দ করা হয়। এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড
জানা যায়, দুর্ধর্ষ সন্ত্রাসী মো. শামীম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দীর্ঘদিন থেকে জমিদখল, চাঁদাবাজি এবং অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন রকম অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে গোপন সংবাদে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জব্দ করা সব আলামতসহ আটক সন্ত্রাসীকে হাতিয়া থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় হাতিয়া থানা অফিসার ইনচার্জ, এ কে এম আজমল হুদা।