মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা সদরে মাইজদি বাজারে হিমাচল গাড়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৬মে) বিকেলবেলা সদর উপজেলায় হিমাচল গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে হিমাচল,ঢাকা মেট্রো ব-১৪.৮৪১৪ গাড়িকে,২০১৮ এর ২৫(১),৭৫ ধারা,২৬(১),২৮(১) ধারা মোতাবেক,বি,আর,টি,এ এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন,সহকারী কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজেস্ট্রট সানজিয়া ইসলাম জুইন।এসময় B.R.T.A এর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে হিমাচলের সুপারভাইজারকে গাড়িতে সকল কাগজপত্র রাখার জন্য এবং রাস্তার সঠিক আইন মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন।ন