বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

নোয়াখালীর চরে আটকা পড়লো বিশাল আকৃতির তিমি

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ০৫ ২০২৪, ১১:৪৫ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরে আটকা পড়েছে বিশাল আকৃতির এক তিমি। পরে তাকে উদ্ধার করে নদীতে ভাসিয়ে দিয়েছেন জেলেরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ঘটে এ ঘটনা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে তিমিটি হাতিয়ার মূল ভূখণ্ডের জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গেলে এটি দেখতে পান। পরে জেলেরা তিমির লেজের দিকে ও মাথার দিক দড়িতে বেঁধে টেনে নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় মো. আবু তাহের (৬৫) জাগো নিউজকে বলেন, বেশ কয়েক বছর আগে নিঝুম দ্বীপে একটি তিমি ডাঙ্গায় চলে এসেছিল। আজও বিশাল আকৃতির একটি তিমি জোয়ারে ভেসে আসে। আজকের তিমিটি জীবিত ছিল। দুপুরের দিকে মাছ ধরতে যাওয়া জেলেদের নজরে পড়লে তারা অনেক কষ্টে সেটিকে নদীতে টেনে নামিয়ে ছেড়ে দেয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীর পলিতে চলে এসেছে। ভাটায় আটকে সেটি আর নদীতে নামতে পারেনি। পরে স্থানীয় জেলেরা তিমিটিকে নদীতে ছেড়ে দিয়েছে। তবে সেটি কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …