বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

নোয়াখালীতে ৯৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

Logo
Desk Report 2 সোমবার, ৩০ ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম,
ক্রাইম রিপোর্টারঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চরহাজারী ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর (৪৫), বান্দরবানের লামা উপজেলার জমির হোসেন (৬৮), কক্সবাজার উখিয়া উপজেলার ওসমান (২৮)।

অভিযান সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। জনপ্রতিনিধি হওয়ার কারণে কেউ তার এসব কার্যকলাপের প্রতিবাদ করতে পারতেন না। রোববার রাতে বান্দরবানের মাদক কারবারি জমির ও কক্সবাজারের উখিয়া উপজেলার ওসমান নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা নিয়ে আসেন। গোপন সংবাদে তথ্য পেয়ে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ইয়াবা হস্তান্তরের সময় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …