বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

নোয়াখালীতে রাতের আঁধারে খাস জমির মাটি যাচ্ছে ইটেরভাটায়

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ০৫ ২০২৪, ১১:৫৫ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নে সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলছে খাস জমি থেকে মাটি কাটা।ইটভাটা ও বসতভিটায় নিতে এস্কেভেটর দিয়ে কেউ কাটছে জমির মাটি আবার কেউ কাটছে খাস জমির মাটি।এভাবে গত কয়েকদিন ধরে ধানসিঁড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের ঘরের আড়ালে খাল সংলগ্ন খাস জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র । এসবের নেপথ্যে প্রভাবশালী মহল রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

সরেজমিনে গিয়ে রাতের আঁধারে দেখা যায়।খাস জমি থেকে এস্কেভেটর মেশিন দিয়ে চলছে মাটি কাটার মহাউৎসব।ট্রাকের পর ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে এই মাটি গুলো।

মাটি কাটার কন্ট্রাক্ট্রর পারভেজ বলেন,কবিরহাট উপজেলার কারও কাছ থেকে অনুমিত নেওয়া হয়নি।তবে এই মাটি সরকারি,বেসরকারি কাজে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া নোয়াখালী খালের পূর্ব পাশ্ব থেকে ব্যাপক মাটি বিক্রি করে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হলেন রয়েল,২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ধানসিঁড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ,বাতেন,দোকানদার পারভেজ সহ বেশ কয়েকজন। এরা প্রতিদিন রাতে ২নং ওয়ার্ডে নোয়াখালী নদীর সাথে থাকা আশ্রয় প্রকল্পের সাথে নোয়াখালী খাল সংলগ্ন খাস জমির মাটি কেটে মাছে প্রজেক্ট তৈরি করেছে। এছাড়া আশ্রয় প্রকল্পের পাশে খালের দুই পাশে থাকা মাটি গুলো প্রতিদিন বিক্রি হচ্ছে ইটভাটাতে এবং বসত ঘরের ভিটা জন্য।তারা বিএনপির দলীয় প্রভাব খাঁটিয়ে এসকল খালের পাশে থাকা খাস জমির জমানো সরকারি মাটি গুলো বিক্রি করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন,এই ধরনের মাটি কাটার কোনো বিষয়ে আমি জানি না।তবে মাটি কাটার কোনো অভিযোগও এখনো পায়নি।তবে সরকারি খাস জমির মাটি কাটার কোনো প্রশ্নই আসে না।যদি এমন কোনো অভিযোগ পাই তাহলে আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিবো।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …

মোঃ আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার: সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঁঞারহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে …