![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
মোজাহের ইসলাম, নাঈম ব্যুরো চীফ নোয়াখালীঃ
নোয়াখালীতে মোঃ আকরাম হোসেন নামে এক ভুয়া সেনাবাহিনী ক্যাপ্টেন এবং এক ভুয়া উকিলকে টাকা পয়সা লেনদেন করা কালীন হাতে নাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদর উপজেলার সেনাবাহিনীর ক্যাম্পের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।তারা জানান,বেশ কয়েকদিন ধরে তারা একজন সেনাবাহিনীর ক্যাপ্টিন আরেকজন এ্যাডভোকেট পরিচয় দিয়ে সুর্বণ উপজেলাসহ কয়েকটি উপজেলায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেন এবং শালিশ বিচার,মামলা নিষ্পত্তি করার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।এছাড়া ক্যাপ্টিন মোঃ আকরাম হোসেন নামে বেশ কয়েকটি অভিযোগ আসে। পরে সেনাবাহিনীর অফিসে যাচাইবাচাই করে দেখা যায়।ক্যাপ্টিন মোঃ আকরাম হোসেন নামের সেনাবাহিনীতে কেউ নেই। তখনই সেনাবাহিনী ক্যাম্প থেকে একটি টিম গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
এর আগে সন্ধ্যা ৭ টার সময় নোয়াখালী জেলা ম্যাজিস্টেট আদালত সংলগ্ন এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভুয়া পরিচয় পত্র, জালিয়াতি কাগজ পত্র,নগদ টাকা, মোবাইল সেট,৬টি সিম কার্ড,সেনাবাহিনীর পোশাক,লেনদেনের বিভিন্ন প্রমানাদী উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,অভিযুক্ত মোঃ আকরাম হোসেন পশ্চিম জুবলী গ্রামের ৩ নং ওয়ার্ডের ৫নং জুবিলী ইউনিয়নের সামছুল হকের ছেলে এছাড়া মোহাম্মদ জলিল হোসেন চুলওগী গ্রামের ৩নং ওয়ার্ডের ৯নং কালাদরাপ ইউনিয়নের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আটককৃত হওয়া দুইব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ নোয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী সদর মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় একজনকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।