
জুনায়েদ কামাল , স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নোয়াখালী জেলা বিএনপির নবাগত আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা, বিএনপির ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মাহবুবের রহমান শামীম। সহ সাংগঠনিক সম্পাদক, ভিপি হারুনুর রশিদ। ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বজলুল করিম চৌধুরী আবেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গোলাম হায়দার বিএসসি। এ্যাডভোকেট আব্দুর রহিম। কাজী মফিজুর রহমান। ফোরকান-ই ইসলাম। মামুনুর রশিদ মামুন। নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।