মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এখনো জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়নের ২১ লাখ ২৫ হাজার ৫শত মানুষ পানি বন্ধি রয়েছে। ১৩০৩টি আশ্রয়কেন্দ্রে ২লাখ ৬৪হাজার ৭৪৩জন মানুষ আশ্রিত রয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয়কেন্দ্র মুখি হচ্ছেন। তবে কয়েকটি আশ্রয়কেন্দ্রে কথা বলে জানা গেছে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয়কেন্দ্র গুলোতে নুতন করে মানুষ উঠার জায়গা নেই। তাই অনেকেই বাধ্য হয়ে পানি বন্দি অবস্থায় রয়েছে।
বুধবার (২৮আগস্ট) দুপুরে দিকে হেলিকপ্টারে চড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এনজিও সংগঠন টি এম এস এস এর নির্বাহী পরিচালক ডঃ হোসনে আরা বেগম
পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বানভাসি মানুষদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘুরে অসহায় মানুষদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বন্যার্তদের জন্য ত্রান ও নগদ টাকা সহায়তা প্রদান করেন।
পাশাপাশি এই এলাকার অসহায় মানুষদের বন্যা পরিবর্তী পূনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আশ্রয় কেন্দ্রে পরিদর্শনে নির্বাহী পরিচালকের সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের যো যুগ্ম- পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, নোয়াখালী জোন প্রধান মোঃ আব্দুল মতিন প্রমুখ।