ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঈদ্রিছ কোম্পানি বাড়ির সাবেক চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ এর চাচা প্রবাসী সুলতান আহম্মেদ লিটন এর ঘরে ২৮ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ২ টায় এ দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়, দুষ্কৃতকারীরা প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ডাকাতির খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন এস.আই পলাশ, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অপরাধীদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ADVERTISEMENT
26