নোয়াখালীতে পুলিশের নামে সড়কে চাঁদাবাজি
মোজাহের ইসলাম নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের নামে সড়কের চাঁদাবাজি চলছে আব্দুর রহিম নামের এক ব্যক্তি সিএনজি সহ বিভিন্ন গাড়ি আটক করে প্রকাশ্যে চাঁদাবাজি করে অভিযোগ পাওয়া গেছে তবে পুলিশ বলে এই বিষয় তারা কিছু জানেন না
আব্দুর রহিম ও তার লোকজন জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুনীর পূর্ব বাজার সেনবাগ উপজেলার রাস্তার মাথা নামক স্থানে দিনেও রাতে গাড়ি আটক করছি। টাকা না দিলে বাজারের বিভিন্ন গলিতে ড্রাইভারদের নিয়ে মারধর করে টাকা – পয়সা হাতিয়ে নিচ্ছে দলটি
বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পূর্ব বাজার ও সেমবাগ উপজেলা রাস্তার মাথা নামক স্থানে প্রায় ৫শতাধিক সিএনজি গাড়িতে মায়ের দোয়া স্টিকার দেখা যায় গাড়ি চালকদের বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের কাছথেকে প্রতি মাসে ৬০০ টাকা জমা দিয়ে স্টিকার নিতে হাইওয়ে পুলিশ ২০০,ট্রাফিক ২০০,ও জেলার এক শ্রমিক লীগ নেতার নামে ২০০ টাকা দিয়ে স্টিকার নিতে বাধ্য হন চালকরা। আর স্টিকার না নিলে এই রুটে গাড়ি চালাতে তাদের নানাবিধ হয়রানি ও ভোগান্তি পোহাতে হয়
ওই রুটের সিএনজি চালাক আনোয়ার হোসেন (২২) অভিযোগ করে জানান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পূর্ব বাজার ও সেনবাগ উপজেলার রাস্তার মাথা নামক স্থানে প্রতিনিয়ত আব্দুর রহিম ও তার লোকজন গাড়ি আটক করে পুলিশের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা আদায় করে প্রতি মাসে প্রায় ৫ শতাধিক সিএনজি থেকে ৬০০ টাকা মাসে চাঁদা আদায় করা হচ্ছে আর তাদের শেল্টার দাতা হচ্ছে স্থানীয় মাস্তানেরা
চৌমুনি বাজার একজন লাইনম্যান জানান ৫ বছর আগে আব্দুর রহিম বাজারে এর লাইনম্যানের কাজ করতেন এরপর থেকে স্থানীয় মাস্তানদের হাত করে পুলিশের নামে সিএনজি থেকে চাঁদা আদায় করে আসছেন যে স্টিকার দেওয়া হয় তাতে লেখা থাকে সেনবাগ হাইওয়ে ১,২,৩,২০২৪ ইং সংকটে। বড় বড় অক্ষরে লেখা হয় মায়ের দোয়া এই স্টিকার থাকলে চেক পোস্ট পুলিশ গাড়ি ও ধরে না
নোয়াখালী চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিশোধ ওসি মফিজ উদ্দিন বলেন অনেক দিন ধরে শুনে আসছি নোয়াখালী বিভিন্ন স্পটে আব্দুর রহিম নামে এক ব্যক্তি ও তার লোকজন গাড়ি আটক করে চাঁদা ইচ্ছে গাড়িচালদের মায়ের দোয়া নামক স্টিকারও দিচ্ছে কিন্তু স্পটে গেলে তাকে পাওয়া যায় না
তবে হাই ও পুলিশর প্রধান অতিরিক্ত
আইজিপি সাহাবুদ্দিন খান সরেজমিন বার্তা বলেছেন ভিন্ন কথা তিনি বলেন সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্দের সব ধরনের পদক্ষেপ নিয়েছি কেউ হাইওয়ের পুলিশের নাম ভাঙ্গিয়ে সড়কের চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না।
নোয়াখালী সেনবাগ উপজেলার ট্রাফিকদের টি আই একলাছ উদ্দিন সরেজমিন বার্তা বলেন আব্দুর রহিম একজন চাঁদাবাজ তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙ্গিয়ে গাড়ি থেকে চাঁদা নিচ্ছেন তবে কোনো পুলিশ তার সঙ্গে কোনো জড়িত নয়