মোজাহের ইসলাম নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধি
আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সুধারাম থানা-পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিরহাট বাজার থেকে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মতিনকে (৩৫) গ্রেপ্তার করেন এএসআই আবদুর রব। মতিন আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকসির ছেলে। মতিনকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর ভাইয়েরা কয়েকজন সহযোগীকে নিয়ে পুলিশের ওপর হামলা চালান, একপর্যায়ে মতিনকে ছিনিয়ে নেন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।
হামলার ঘটনায় এএসআই আবদুর রব আহত হন। তিনি মুঠোফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও মোর্তাহিন বিল্লাহর নেতৃত্বে এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মতিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, আহত এএসআইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে।